প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
Monday, December 7 2020, 12:48 pm
 Key Highlights
Key Highlightsপ্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। রবিবার নিজের বাড়িতেই ৯.৩৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছে তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। কোমরের সমস্যার কারণে কয়েক বছর একেবারেই শয্যাশায়ী ছিলেন অভিনেতা এছাড়াও ছিল হৃদযন্ত্রের সমস্যা। মনু মুখোপাধ্যায়ের প্রয়াণে আর্টিস্ট ফোরামের তরফে শোকবার্তা জানানো হয়েছে। জানা যাচ্ছে, রবিবার ৬ ডিসেম্বর কেওড়াতলা শশ্মানে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আর্টিস্ট ফোরামের তরফেই শেষকৃত্যর তদারকি করা হয়েছিল। অভিনেতার আকষ্মিক মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে যান শুভাশিস মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, দেবদূত ঘোষ শংকর চক্রবর্তীরা।
-  Related topics - 
- সেলিব্রিটি
- অভিনেতা
- প্রয়াত
- মনু মুখোপাধ্যায়

 
 