ঘরোয়া অনুষ্ঠানে দীর্ঘ দিনের প্রেমিকা সৌরভী তরফদারের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেতা ইন্দ্রাশিস রায়
Sunday, January 17 2021, 6:38 am

দীর্ঘ দিনের প্রেমিকা সৌরভী তরফদারের সঙ্গে গাঁটছড়া বাঁধার কাজটি বেশ গোপনেই সারলেন অভিনেতা ইন্দ্রাশিস রায়। গড়িয়ার কাছে একটি ব্যানকোয়েট হলে রেজিস্ট্রি হল তাঁদের। উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির কাছের মানুষেরা। কৌশিক সেন, সৌরভ দাস, অনিন্দিতা বসু, গৌরব চক্রবর্তী, দেবলীনা কুমার সহ আরও অনেকে তাঁদের মিলনের সাক্ষী ছিলেন। অনিন্দিতা বসু ইনস্টাগ্রামে অনুষ্ঠানের একটি ছবিও পোস্ট করেছেন। দম্পতির সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন যুগল। দ্বিতীয় ছবিতে কেবল দম্পতির প্রেম ধরা পড়েছে। ক্যাপশনে লেখা, ‘হিচড, টিনটিন অ্যান্ড হিজ ফরেভর’।
- Related topics -
- সেলিব্রিটি
- টলিউড
- অভিনেতা
- ইন্দ্রাশিস রায়
- বিবাহ