টেলিপাড়ার ‘রানিমা’ অর্থাৎ দিতিপ্রিয়া রায় করোনা আক্রান্ত, অসুস্থ পরিবারও
Friday, April 30 2021, 5:39 am
Key Highlightsদিতিপ্রিয়া রায় নাকি করোনায় আক্রান্ত! ২৩ এপ্রিল নেটমাধ্যমে নিজের সামাজিক পাতায় সবাইকে সজাগ করেছেন তিনি। সামাজিক দূরত্ব মেনে উৎসব পালন করার অনুরোধও জানিয়েছিলেন। বিশ্বস্ত সূত্র বলছে, একা অভিনেত্রী নন তাঁর পরিবারের সবাই অসুস্থ।অসুস্থতার সূত্রপাত সম্ভবত দিতিপ্রিয়ার বাবার থেকেই। তিনি উপসর্গহীন হওয়ায় প্রথমে কেউ বুঝতেই পারেনি। যখন ধরা পরে তত দিনে তিনি করোনা আক্রান্ত। বাবার থেকেই আক্রান্ত হন দিতিপ্রিয়ার মা। তিনি ২ দিন জ্বরে ভুগেছেন। দিতিপ্রিয়ার বেশি উপসর্গ না থাকলেও এখনও তিনি প্রচণ্ড দুর্বল। আপাতত শ্যুটিং থেকে ছুটি নিয়ে বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।
- Related topics -
- সেলিব্রিটি
- টলিউড
- অভিনেত্রী
- দিতিপ্রিয়া রায়
- কোভিড পজিটিভ
- কোভিড ১৯

