Nargis Fakhri Sister | প্রাক্তন প্রেমিক ও বান্ধবীকে পুড়িয়ে মারার অভিযোগ! গ্রেফতার নার্গিস ফাকরির বোন
'রকস্টার' খ্যাত নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরি (৪৩) প্রাক্তন প্রেমিক ও বন্ধুকে হত্যার অভিযোগে গ্রেফতার।
গ্রেফতার 'রকস্টার' খ্যাত অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরিকে! প্রাক্তন প্রেমিক ও তাঁর বন্ধুকে হত্যার তদন্তে তাকে গ্রেফতার করা হয়েছে নিউইয়র্কের কুইন্সে। ৪৩ বছর বয়সী আলিয়ার বিরুদ্ধে অভিযোগ, একটি দোতলা গ্যারেজে আগুন লাগানোর। যার ফলে এডওয়ার্ড জেকবস ও আনাস্তাসিয়া এটিনির মৃত্যু হয়।আলিয়া ফাকরির বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি ও সেকেন্ড ডিগ্রিতে খুনের অভিযোগ আনা হয়েছে। সঙ্গে আগুন লাগানোর অভিযোগও রয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়েছে।