Porsche Case | পোর্শে কাণ্ডের বিচারে অভিযুক্তকে নাবালক হিসেবেই ধরা হবে! জানালো জুভেনাইল জাস্টিস বোর্ড!
Tuesday, July 15 2025, 10:04 am
Key Highlightsপোর্শে কাণ্ডের বিচারে অভিযুক্তকে নাবালক হিসেবেই ধরা হবে বলে জানিয়ে দিলো জুভেনাইল জাস্টিস বোর্ড।
পোর্শে কাণ্ডের বিচারে অভিযুক্তকে নাবালক হিসেবেই ধরা হবে বলে জানিয়ে দিলো জুভেনাইল জাস্টিস বোর্ড। গত ১৭ মে পুনের রাস্তায় বাবার বিলাসবহুল পোর্শে গাড়ি নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল রিয়্যাল এস্টেট ডেভেলপার বিশাল আগরওয়ালের ছেলে। কিন্তু মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময়ে দুই ব্যক্তিকে গাড়ি দিয়ে ধাক্কা মারে সে। ঘটনায় মৃত্যু হয় দুই ব্যক্তির। কিন্তু পুনেতে ঘটা সেই ভয়াবহ দুর্ঘটনায় অভিযুক্তের বয়স ১৮ এর কম হওয়ায় নাবালক হিসেবেই তাঁর বিচার হবে বলে এদিন জানিয়ে দিল জুভেনাইল জাস্টিস বোর্ড।
- Related topics -
- দেশ
- ভারত
- পুনে
- পথদুর্ঘটনা

