শহর কলকাতা

JU Ragging | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের জেরে যেখানে ছাত্রের মৃৃত্যু হয়, সেখানেই মামলার টাকা তুলতে বৈঠক করল 'অভিযুক্ত'রা

JU Ragging | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের জেরে যেখানে ছাত্রের মৃৃত্যু হয়, সেখানেই মামলার টাকা তুলতে বৈঠক করল 'অভিযুক্ত'রা
Key Highlights

গত বছর আগস্টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের জেরে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃৃত্যু হয়।

গত বছর আগস্টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের জেরে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃৃত্যু হয়। তবে যেখানে সেই পড়ুয়ার মৃত্যু হয় সেখানেই মামলার টাকা তুলতে বৈঠক করল অভিযুক্তরা। সূত্রের খবর, সুপারের নির্দেশ তোয়াক্কা না করেই, হাইকোর্টে মামলা লড়ার জন্য আইনজীবীদের যে টাকা দিতে হবে সেটা তুলতেই ওই বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। শেষপর্যন্ত ডিন অফ স্টুডেন্টস রজত রায়ের হস্তক্ষেপের পরে বৈঠক বন্ধ করা হয়। এই বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।