Siliguri | পরপর দুবার আদালত চত্বর থেকে 'ভাগলবা' আসামি, বেনজির ঘটনা গোয়ালপোখরের থেকে শিলিগুড়িতে

শনিবার শিলিগুড়ি আদালত চত্বর থেকে পুলিশের হাত ফসকে পালিয়ে গেল এক অভিযুক্ত। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে পুলিশ মহলে।
গত ১৮ই জানুয়ারি উত্তর দিনাজপুরের গোয়ালপোখরেতে পুলিশি প্রিজন ভ্যান থেকে নেমে পালিয়েছিলো অভিযুক্ত। সেই ঘটনার পুনরাবৃত্তি হলো শিলিগুড়িতে। শনিবার শিলিগুড়ি আদালত চত্বর থেকে পুলিশের হাত ফসকে পালালো এক অভিযুক্ত। সূত্রের খবর, অভিযুক্তের নাম বিকাশ কার্কি, বাড়ি খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কিতে। বিকাশের বিরুদ্ধে অশান্তি বাঁধিয়ে এলাকার পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগ ছিল। তাকে গ্রেপ্তার করে শনিবার আদালত চত্বরে আনতেই পুলিশের হাত ফস্কে পালায় সে। সিসিটিভি ফুটেজে নজর রেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- Related topics -
- রাজ্য
- শিলিগুড়ি
- আদালত
- পুলিশ প্রশাসন