UNFPA | ২০৫০ সাল নাগাদ ভারতে বয়স্কদের সংখ্যা বেড়ে হবে দ্বিগুণ ! তবে একাকীত্ব ও দারিদ্যের শিকার হতে পারেন প্রবীণরা
২০৫০ সালে ভারতে বয়স্কদের সংখ্যা বেড়ে দ্বিগুণ হবে। এমনই তথ্য দিলো রাষ্ট্রসঙ্ঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা উন্ফপ।
২০৫০ সালে ভারতে বয়স্কদের সংখ্যা বেড়ে দ্বিগুণ হবে। এমনই তথ্য দিলো রাষ্ট্রসঙ্ঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা UNFPA। ২০২২ সালের ১ জুলাই পর্যন্ত ষাটোর্ধ্ব প্রবীণদের সংখ্যা ছিল প্রায় ১৪ কোটি ৯০ লক্ষ। তবে ২০৫০ সালের মধ্যে তা বৃদ্ধি পেয়ে হতে পারে প্রায় ৩৪ কোটি ৬০ লক্ষ। যা মোট জনসংখ্যার ২০ শতাংশেরও বেশি। ইউএনএফপিএ-র ভারতীয় শাখার প্রধান জানিয়েছেন, প্রবীণরা একাকীত্ব ও দারিদ্যের শিকার হতে পারেন। এজন্য বয়স্কদের পেনশন, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে লগ্নি বাড়ানোয় গুরুত্ব দিতে হবে