TRAI | রিচার্জ না করলেও হঠাৎ করে বন্ধ হবে না সিম! TRAI-র নয়া নিয়ম অনুযায়ী কোন কোম্পানির সিম কতদিন চলবে রিচার্জ ছাড়া?

Friday, January 24 2025, 6:30 am
TRAI | রিচার্জ না করলেও হঠাৎ করে বন্ধ হবে না সিম! TRAI-র নয়া নিয়ম অনুযায়ী কোন কোম্পানির সিম কতদিন চলবে রিচার্জ ছাড়া?
highlightKey Highlights

এবার রিচার্জ না করলেও চালু থাকবে সিম! এমনই নিয়ম আনলো TRAI।এর ফলে, কেউ যদি রিচার্জ নাও করেন তাহলেও সিম চালু থাকবে।


এবার রিচার্জ না করলেও চালু থাকবে সিম! এমনই নিয়ম আনলো TRAI। এর ফলে, কেউ যদি রিচার্জ নাও করেন তাহলেও সিম চালু থাকবে। দুম করে বন্ধ হয়ে যাবে না। ভোডাফোনের সিম যারা ব্যবহার করেন তারা রিচার্জ না করে সিম ৯০ দিন চালু রাখতে পারবেন। যারা জিও সিম  ব্যবহার করেন তারা রিচার্জ না করলে সিম চালু থাকবে ৯০ দিন। BSNLর সিম যদি থাকে তাহলে সেই সিম চালু থাকবে ১৮০ দিন।এয়ারটেলের সিম যারা ব্যবহার করেন তাদের সিম চালু থাকবে ৬০ দিন। কিন্তু সময়সীমার পর রিচার্জ না করলে সিম বন্ধ হয়ে যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File