আবহাওয়া

West Bengal Weather | শীতের উৎসবে উধাও শীত! বড়দিনের মরশুমে উর্ধমুখী তাপমাত্রার পারদ! কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?

West Bengal Weather | শীতের উৎসবে উধাও শীত! বড়দিনের মরশুমে উর্ধমুখী তাপমাত্রার পারদ! কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?
Key Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, ক্রমশ বাড়বে তাপমাত্রার পারদ। পাশাপাশি ভারত মহাসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত।

রাত পোহালেই বড়দিন অর্থাৎ ক্রিসমাস। দিন কয়েক ধরেই উৎসবে মেতে উঠেছে সকলে। আলোতে সেজে উঠেছে কলকাতা-সহ রাজ্যের অলিগলি। এ অবস্থায় পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather) এ বদল এসেছে। গত সপ্তাহে পরপর কয়েকদিন তাপমাত্রা ছিল নিম্নমুখী। তবে গত তিনদিনে কলকাতা ও বিভিন্ন জেলায় বেড়েছে তাপমাত্রার পারদ। পাশাপাশি ভারত মহাসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত।না যা বর্তমানে অবস্থান বদল করে বঙ্গোপসাগরে এসে পৌঁছেছে।

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, গত দিনে ২ ডিগ্রি বেড়েছে তাপমাত্রার পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা  ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস,  যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিকে আগামী তিনদিনে কলকাতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে খবর। এই আবহে ঠান্ডার আমেজ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। আগামী ২৭সে ডিসেম্বর পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ২৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলবে। এদিকে তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি, যা কি না স্বাভাবিকের থেকে বেশি।

 হাওয়া অফিস সূত্রে খবর, ভারত মহাসাগরে তৈরি একটি ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে। যা বর্তমানে অবস্থান বদল করে বঙ্গোপসাগরে এসে পৌঁছেছে। জানা গিয়েছে, আজ, ২৩সে ডিসেম্বর, শনিবার এই ঘূর্ণাবর্তটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই আবহে বাংলায় জলীয় বাষ্প প্রবেশের সম্ভাবনা আছে। আর তাই আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ায় পরিবর্তন ঘটতে পারে। এদিকে আরব সাগরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বর্তমানে। এ অবস্থায়  পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News), বছর শেষে ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি দেখা দিয়েছে। পুবালি হাওয়ার দাপটে পিছু হঠতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আর তার জেরে তার জেরে গায়েব হতে পারে শীতের আমেজ।

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী,শীতের লম্বা স্পেল আপাতত শেষের পথে। ২৭ সে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। সব মিলিয়ে কার্যত বড়দিনের আগেই বদল পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather)।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। বেশি কুয়াশার সম্ভাবনা আছে কোচবিহারে। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শনিবারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শনিবার থেকে উত্তরের দার্জিলিঙে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা আছে। এছাড়া আগামী পাঁচদিনও উত্তরের সব জেলারই আবহাওয়া শুষ্ক থাকবে।  


S Somnath | একটা সময় ছিল না হস্টেলের টাকা দেওয়ার মত সামর্থ্য, আজ তিনি ইসরো প্রধান! জানুন এস সোমনাথের সাফল্যের কাহিনী!
Stomach Health | গরমকালে এই কয়েকটা জিনিস মেনে চললেই আর হবে না পেট গরম! জানুন পেটের হাল ভালো রাখতে কী খাবেন, কী খাবেন না!
West Bengal Weather Update | সোমবার বিকেলেই বেশ কিছু জেলায় হতে পারে কালবৈশাখী! সারা সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা!
আজকের সেরা খবর | ৬৫ বছরে দেশে কমেছে হিন্দুদের সংখ্যা! নির্বাচন চলাকালীন রিপোর্ট প্রকাশ করল প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ!
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar