Google । গুগলের পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ! খুলছে না গুগল সার্চ, জিমেল, ইউটিউব?
Tuesday, August 13 2024, 5:36 am

কর্মব্যস্ত দিনে ব্যাহত গুগুলের পরিষেবা। যার জেরে গুগল সার্চ, জিমেল, ইউটিউব ব্যবহারকারীরা রীতিমতো সমস্যায় পড়েছেন বলে জানা গিয়েছে।
কর্মব্যস্ত দিনে ব্যাহত গুগুলের পরিষেবা। যার জেরে গুগল সার্চ, জিমেল, ইউটিউব ব্যবহারকারীরা রীতিমতো সমস্যায় পড়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সমস্যার জেরে ব্যাহত হয়েছে গুগলের পরিষেবা। যদিও এই নিয়ে মার্কিন বহুজাতিক টেক জায়ান্ট সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, গুগল বিভ্রাটের বিষয়টি প্রথমে নজরে পরে ‘ডাউনডিটেক্টর’ নামের একটি ওয়েবসাইটের। এরপরই বিভিন্ন জায়গা থেকে এই সংক্রান্ত খবর আসতে শুরু করে। গুগল ডাউনের কারণে ওয়েবসাইট ব্যবহারে অসুবিধার অভিযোগে জমা পড়েছে ৩১ শতাংশ।
- Related topics -
- প্রযুক্তি
- গুগল
- গুগল ক্রোম