Sensex | ১২ মাসের মধ্যেই ভারতের সেনসেক্স ছোঁবে ৮২ হাজার পয়েন্ট! জানালো গ্লোবাল রেটিং এজেন্সি মুডি'স!

Monday, June 17 2024, 7:37 pm
highlightKey Highlights

আগামী ১২ মাসের মধ্যেই ভারতের সেনসেক্স ছোঁবে ৮২ হাজার পয়েন্ট। এমনটাই জানালো গ্লোবাল রেটিং এজেন্সি মুডি'স (Moody's)।


 আগামী ১২ মাসের মধ্যেই ভারতের সেনসেক্স ছোঁবে ৮২ হাজার পয়েন্ট। এমনটাই জানালো গ্লোবাল রেটিং এজেন্সি মুডি'স (Moody's)।  শীর্ষ রেটিং এজেন্সিগুলির মতে, আগামী ১২ মাসে সূচকগুলি নতুন উচ্চতায় পৌঁছবে। গ্লোবাল রেটিং এজেন্সি মুডি'সের মত অনুসারে, আগামী ১২ মাসের মধ্যে বিএসই সেনসেক্সের লক্ষ্য ৮২,০০০-তে পৌঁছবে, যা ১৪শতাংশ উর্ধ্বমুখী গতি নিতে পারে। মুডি'সের লাস্ট রিপোর্ট বলেছে, এনডিএ সরকার ফের ক্ষমতায় আসায় পুরনো বাজারের বৃদ্ধির গতি বজায় রাখবে। যা আগামী পাঁচ বছরে ইক্যুইটি মার্কেটকে প্রভাবিত করবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File