Lancet Global Health Journal | গোটা দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় 'অলস' দেশ ভারত! দেশের প্রাপ্তবয়স্কদের অধিকাংশই ‘আনফিট’!

Thursday, June 27 2024, 9:33 am
Lancet Global Health Journal | গোটা দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় 'অলস' দেশ ভারত! দেশের প্রাপ্তবয়স্কদের অধিকাংশই ‘আনফিট’!
highlightKey Highlights

ভারতের প্রাপ্তবয়স্কদের নাগরিকদের অর্ধেক ‘আনফিট’ অর্থাৎ শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নন।


ভারতের প্রাপ্তবয়স্কদের নাগরিকদের অর্ধেক ‘আনফিট’ অর্থাৎ শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নন। এমনই রিপোর্ট পেশ করলো ল্যানসেট গ্লোবাল হেল্থ জার্নালের চাঞ্চল্যকর সমীক্ষা। ল্যানসেটের দাবি, ভারতের অধিকাংশ মহিলা কায়িক পরিশ্রম থেকে দূরে থাকেন। এর ফলে তাঁদের শারীরিক অক্ষমতা ক্রমশ বাড়ছে। ‘অলস’ তালিকায় গোটা দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, কায়িক পরিশ্রম না করার ফলে অসুখের বাড়বাড়ন্ত হচ্ছে। বিশেষত এর ফলে হৃদযন্ত্রের অসুখে, ডায়বেটিসে আক্রান্ত হচ্ছেন কোটি কোটি মানুষ। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File