Warmest Year | ১২৩ বছরে সবচেয়ে উষ্ণ বছর ২০২৪! ভারতের উষ্ণতা বৃদ্ধি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল IMD
ভারতের ক্ষেত্রে সবচেয়ে উষ্ণ বছরের তকমা পেল ২০২৪ সাল। ১৯০১ সালের পর থেকে ২০২৪ সাল ছিল ভারতের জন্য সবচেয়ে উষ্ণ।
১২৩ বছরের রেকর্ড ভেঙে দিল ২০২৪ সাল! ভারতের ক্ষেত্রে সবচেয়ে উষ্ণ বছরের তকমা পেল ২০২৪ সাল। ১৯০১ সালের পর থেকে ২০২৪ সাল ছিল ভারতের জন্য সবচেয়ে উষ্ণ। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, এই বছরের গড় সর্বনিম্ন তাপমাত্রা দীর্ঘকালীন গড় তাপমাত্রার তুলনায় ০.৯০ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ইউরোপের আবহাওয়া সংক্রান্ত এজেন্সি কোপারনিকাস জানিয়েছে, ২০২৪ সাল উষ্ণতম বছরের রেকর্ড তৈরি করেছে। প্রাক শিল্প বিপ্লব যুগে পৃথিবীতে যা গড় তাপমাত্রা ছিল, তার চেয়ে গড়ে দেড় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি হয়ে গিয়েছে ২০২৪ সালে।