Forbes' Real Time Billionaires | বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান দখল করলেন ইলন মাস্ক! ধনকুবের মাস্কের সম্পত্তির মূল্য ২১০.৭ বিলিয়ন!

Wednesday, June 5 2024, 10:34 am
highlightKey Highlights

বার্নার্ড আর্নল্ট এবং জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান দখল করেছেন টেসলার প্রতিষ্ঠাতা, ধনকুবের ইলন মাস্ক। সম্প্রতি ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ারদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী, মাস্কের আয়ত্তে রয়েছে $210.7 বিলিয়ন সম্পদ|ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ারদের তালিকা অনুযায়ী, দ্বিতীয় স্থানে রয়েছে $201 বিলিয়ন সম্পত্তির মালিক বার্নার্ড আর্নল্ট এবং পরিবার।মেটা মালিক মার্ক জুকারবার্গ $163.9 বিলিয়ন সম্পদ নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে।


বার্নার্ড আর্নল্ট এবং জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান দখল করেছেন টেসলার প্রতিষ্ঠাতা, ধনকুবের ইলন মাস্ক। সম্প্রতি ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ারদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী, মাস্কের আয়ত্তে রয়েছে $210.7 বিলিয়ন সম্পদ।

 ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ারদের তালিকা অনুযায়ী, দ্বিতীয় স্থানে রয়েছে $201 বিলিয়ন সম্পত্তির মালিক বার্নার্ড আর্নল্ট এবং পরিবার। $197.4 বিলিয়ন সম্পত্তি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন জেফ বেজোস। মেটা মালিক মার্ক জুকারবার্গ  $163.9 বিলিয়ন সম্পদ নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে। পঞ্চম, ষষ্ঠ স্থানে  $146.2 বিলিয়ন ও $142.6 বিলিয়ন সম্পত্তি নিয়ে রয়েছেন ল্যারি এলিসন এবং ল্যারি পেজ। এরপর যথাক্রমে ফোর্বসের ধোনি ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন সের্গেই ব্রিন (সম্পত্তি $136.6 বিলিয়ন), ওয়ারেন বাফেট (সম্পত্তি $134.9 বিলিয়ন), বিল গেটস (সম্পত্তি $128.6 বিলিয়ন) এবং স্টিভ বলমার (সম্পত্তি  $123.1 বিলিয়ন)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File