ক্রাইম

Digital Arrest Scam | ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার জেরে গত ১০ মাসে গায়েব ২,১৪০ কোটি টাকা! বিস্ফোরক রিপোর্ট দিলো ED

Digital Arrest Scam | ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার জেরে গত ১০ মাসে গায়েব ২,১৪০ কোটি টাকা! বিস্ফোরক রিপোর্ট দিলো ED
Key Highlights

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির চার্জশিট অনুযায়ী, গত ১০ মাসে এই প্রতারণার শিকার হয়ে ২,১৪০ কোটি টাকা খুইয়েছেন সাধারণ মানুষ।

ডিজিটাল অ্যারেস্ট নিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে সাইবার 'ক্রিমিনাল'রা। ভারতের মাটিতে কিছু এজেন্ট বসিয়ে বিরাট এই প্রতারণার ফাঁদ পেয়েছে অপরাধীরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির চার্জশিট অনুযায়ী, গত ১০ মাসে এই প্রতারণার শিকার হয়ে ২,১৪০ কোটি টাকা খুইয়েছেন সাধারণ মানুষ। তবে এই ডিজিটাল প্রতারণা নিয়ন্ত্রিত হচ্ছে থাইল্যান্ড, হংকং, লাওসের মতো একাধিক দেশ থেকে। এই মামলার তদন্তে নেমে প্রায় ১৫৯ কোটি টাকার সন্ধান পেয়েছে ইডি। যার পুরোটাই ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে হাতানো। গ্রেপ্তার করা হয়েছে ৮ জনকে।