আর জি কর কান্ড

R G Kar | সেমিনার রুম চত্বর ভাঙার নির্দেশ দিয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষই! পারমিশন লেটারে রয়েছে সন্দীপের সই

R G Kar | সেমিনার রুম চত্বর ভাঙার নির্দেশ দিয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষই! পারমিশন লেটারে রয়েছে সন্দীপের সই
Key Highlights

সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই সিবিআই উল্লেখ করেছে, প্লেস অফ অকারেন্স থেকে তথ্য প্রমাণ লোপাট হয়েছে।

আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন কান্ড সামনে আসতেই সংস্কারের নামে ভেঙে দেওয়া হয় 'ঘটনাস্থল' অর্থাৎ সেমিনার রুম লাগোয়া একটি ঘরের দেওয়াল। এরপরই প্রশ্ন ওঠে কেন এই উদ্যোগ? কার নির্দেশে এই কাজ? সংবাদমাধ্যম TV9 বাংলা সূত্রে খবর,সেমিনার রুম চত্বর ভাঙার নির্দেশ দিয়েছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ! TV9 বাংলার হাতে এসেছে PWDকে লেখা পারমিশন লেটার (সত্যতা যাচাই করেনি বেঙ্গলBYTE)। চিকিৎসকদের অন ডিউটি রুম শৌচাগার ভাঙার নির্দেশ দিয়েছিলেন সন্দীপ ঘোষ। সেই নির্দেশনামায় সই রয়েছে সন্দীপের।