Shockingly dangerous: প্রতি ২ মিনিটে একজন গর্ভবতী মহিলার মৃত্যু, রিপোর্ট ঘিরে উদ্বেগ

Thursday, February 23 2023, 12:40 pm
highlightKey Highlights

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রাষ্ট্রসংঘের বেশ কয়েকটি শাখা সংস্থার সমন্বয়ে তৈরি প্রতিবেদন অনুযায়ী গোটা বিশ্বজুড়ে গর্ভাবস্থা বা সন্তান প্রসবের কারণে প্রতি দুই মিনিটে একজন মহিলার মৃত্যু হচ্ছে।


রাষ্ট্রসংঘের (United Nation) নয়া রিপোর্ট গোটা বিশ্বজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে। UN-এর মোতে, গর্ভকালীন সমস্যায় বা প্রসব জটিলতায় পৃথিবী জুড়ে  প্রতি ২ মিনিটে একজন মহিলার সন্তানসম্ভবা নারীর মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২০ বছরে গর্ভবতী মেয়েদের মৃত্যুর হার এক-তৃতীয়াংশ কমেছে।

বিগত ২০ বছরের মধ্যে মাতৃমৃত্যুর হার এক তৃতীয়াংশ কমে গেলেও গর্ভাবস্থা বা প্রসবজনিত জটিলতার কারণে প্রতি দুই মিনিটে একজন মহিলার মৃত্যু হয়, জাতিসংঘ বৃহস্পতিবার বলেছে।

While pregnancy should be a time of immense hope and a positive experience for all women, it is tragically still a shockingly dangerous experience for millions around the world.

 WHO chief Tedros Adhanom Ghebreyesus

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের অন্যান্য সংস্থার রিপোর্ট অনুসারে, 20 বছরের মধ্যে সামগ্রিক মাতৃমৃত্যুর হার 34.3 শতাংশ কমেছে -- ২০০০ সালে প্রতি ১ লক্ষ জীবিত জন্মে ৩৩৯ জন থেকে শুরু করে ২০২০ সালে ২২৩ জন মাতৃমৃত্যু হয়েছে৷ অর্থাৎ ২০২০ সালে প্রতিদিন প্রায় ৮০০ জন মহিলা মারা গেছেন যা প্রতি দুই মিনিটে একজনের কাছাকাছি।

বেলারুশ সবচেয়ে বেশি পতন রেকর্ড করেছে ৯৫.৫ শতাংশের নিচে, যেখানে ভেনেজুয়েলা সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। ২০০০-২০১৫ সালের মধ্যে, সবচেয়ে বড় বৃদ্ধি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। রাষ্ট্রসংঘের একটি প্রতিবেদনে দেখা গেছে যে ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে, জাতিসংঘের আটটি অঞ্চলের মধ্যে মাত্র দুটিতে মাতৃমৃত্যুর হার হ্রাস পেয়েছে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ৩৫ শতাংশ এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় ১৬ শতাংশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File