Howrah | বেলগাছিয়া ভাগাড়ে মেরামতির সময় দুর্ঘটনা, ফেটেছে জলের পাইপ, বাড়িতে চিড় ধরে গৃহহীন অসংখ্য

হাওড়ার বেলগাছিয়া ভাগাড় এলাকায় গতকাল ধস নেমেছিল। আর এই ধস নামার ফলে উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ হয়ে যায়।
জোড়া সমস্যায় জর্জরিত হাওড়া। বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়া এলাকায় পানীয় জলের পাইপ ফেটে ভোগান্তি শুরু হয়েছে। শনিবার অবধি পরিস্থিতি একটুও বদলায়নি। উত্তর হাওড়ার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা এখন তীব্র জলসঙ্কটে ভুগছেন। আবার ডাম্পিং গ্রাউন্ডে ধস নেমে এলাকার একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ফলে প্রাণ বাঁচানোর তাগিদে গৃহহীন হয়েছে বহু মানুষ। পুলিশ প্রশাসনের তরফে সকাল থেকে মাইকিং করে যাঁদের বাড়িতে ফাটল ধরেছে তাঁদের নিরাপদ জায়গায় চলে যেতে বলা হচ্ছে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- হাওড়া জেলা প্রশাসন
- হাওড়া পুরসভা
- হাওড়া জেলা
- জল