Bardhaman | ছুটির সন্ধ্যায় বর্ধমান স্টেশনে দুর্ঘটনা, ভিড়ের চাপে পদপিষ্ট ৭ যাত্রী!
Sunday, October 12 2025, 4:22 pm
Key Highlightsছুটির সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনা বর্ধমান স্টেশনে। ট্রেন ধরতে যাত্রীদের ভিড়ে হুড়োহুড়িতে পদপিষ্ট অন্তত ৭।
রবিবার সন্ধ্যায় বর্ধমান স্টেশনের ৪, ৬ ও ৭ নং প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল তিনটি ট্রেন। ওই সময় ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিলেন যাত্রীরা। সংকীর্ণ সিঁড়িতে ভিড় বাড়তে বাড়তে পদপিষ্টের অবস্থা তৈরী হয়। একে একে অন্তত ৭ জন আহত হন। খবর পেয়ে দ্রুত রেলের তরফে উদ্ধারকারী দল গিয়ে উদ্ধারকাজে হাত লাগায়। আহতদের সকলকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই দুর্ঘটনার জেরে ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে বলে খবর। আতঙ্ক ছড়িয়েছে স্টেশন এলাকায়।

