Abu Hena | প্রয়াত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দফার মন্ত্রিসভার সদস্য আবু হেনা, ৩০ বছর ছিলেন কংগ্রেসের বিধায়ক!

Monday, July 21 2025, 4:48 am
highlightKey Highlights

প্রয়াত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দফার সরকারে মন্ত্রী থাকা আবু হেনা


প্রয়াত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দফার সরকারে মন্ত্রী থাকা আবু হেনা। ২০ জুলাই রাতে প্রয়াত হন পেশায় আইনজীবী আবু হেনা। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে দীর্ঘ ৩০ বছর তিনি লালগোলা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক ছিলেন। এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার তিনি হেরেছিলেন। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মন্ত্রিসভায় সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী হন আবু হেনা। পরে কংগ্রেস সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করলে তিনিও মন্ত্রী পদ ত্যাগ করেছিলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File