BJP in Nandigram । নন্দীগ্রামে বিজেপি দল ছাড়লেন ৫০ জন! শুভেন্দু বললেন, 'যে গেছে সে যাক'

Sunday, December 29 2024, 2:59 pm
highlightKey Highlights

মেরুকরণের রাজনীতি করার অভিযোগ তুলে বিজেপি ছাড়লেন নন্দীগ্রামের ২ বিজেপি নেতাসহ প্রায় ৫০ জন।


নন্দীগ্রাম পরিচিত বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর খাস তালুক হিসেবে। এবার সেই নন্দীগ্রামেই দুর্নীতি ও অস্থিরতার রাজনীতি করার অভিযোগ তুলে বিজেপি ছাড়লেন নন্দীগ্রামের ২ বিজেপি নেতাসহ প্রায় ৫০জন! তাদের অভিযোগ, পশ্চিমবঙ্গে অস্থিরতার রাজনীতি করতে চাইছে বিজেপি। ব্যাপক দুর্নীতি হচ্ছে পঞ্চায়েতেও। ওপরমহলে বারবার জানিয়েও লাভ হয়নি তাই দলত্যাগ করতে বাধ্য হয়েছেন তারা। দলত্যাগকারী নেতাদের মধ্যে আছেন নন্দীগ্রামের গোকুলনগরের বিজেপি নেতা অশোক করণ ও নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File