Bangladesh Anti Quota Protest | বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৩০! ‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়’ হুঙ্কার আন্দোলনকারীদের!

Friday, July 19 2024, 5:52 am
highlightKey Highlights

বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৩০ জনের।


বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৩০ জনের। আহত হয়েছেন এক হাজারের বেশি। বন্ধ করে দেওয়া  হয়েছে ইন্টারনেট পরিষেবা। শুক্রবার সকাল থেকেই থমথমে পরিবেশ ঢাকা সহ বাংলাদেশ জুড়ে। এদিকে,আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানের শিক্ষা প্রতিষ্ঠান এবং হল খুলে দেওয়ার পাশাপাশি পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা। এক সমন্বয়কারী হাসনাত আবদুল্লা ফেসবুকে লিখেছেন, ‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়’। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File