Bidhannagar । বিধাননগর স্টেশন চত্বরের প্রায় ২৫০০ বেআইনি হোর্ডিং সরাতে হবে, ৪৮ ঘণ্টার নোটিস কলকাতা হাইকোর্টের

Tuesday, December 24 2024, 9:59 am
highlightKey Highlights

বিধাননগর হোর্ডিং মামলায় সুপ্রিমকোর্টের পর হাইকোর্টেও স্বস্তি মিলল না হোর্ডিং সংস্থার। বেআইনি হোর্ডিং সরাতেই হবে। আর তা করতে হবে নোটিস দেওয়ার ৪৮ ঘণ্টা পর।


বিধাননগর এবং সল্টলেক চত্বর বেআইনি হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে। হোর্ডিং লাগানোর ক্ষেত্রে কোনও নিয়ম মানা হচ্ছে না। এই অভিযোগে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী দিবায়ন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের হরিশ ট্যান্ডনের বেঞ্চ এদিন রায় দিলো, সব বেআইনি হোর্ডিং সরাতে হবে। আর তা করতে হবে নোটিস দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই। এ বিষয়ে ৯ জানুয়ারি প্রধান বিচারপতিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, বিধাননগরে এরকম প্রায় ২৫০০ বেআইনি হোর্ডিং রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File