Gaza | যুদ্ধে প্রাণ হারিয়েছে পরিবার! গাজ়ায় অনাথ হয়ে পড়েছে কমবেশি ১৯ হাজার শিশু
Tuesday, August 27 2024, 1:51 pm
Key Highlightsরিপোর্ট বলছে, ১০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। যার মধ্যে বহু সংখ্যক শিশুও রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইজ়রায়েলে হামলা চালায় হামাস। প্রতিশোধ নিতে এবং হামাস জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করতে একাধিকবার গাজ়ায় হামলা চালায় ইজ়রায়েল। বর্তমানেও সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। রিপোর্ট বলছে, ১০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। যার মধ্যে বহু সংখ্যক শিশুও রয়েছে। এই যুদ্ধে গাজ়ার কমবেশি ১৯ হাজার শিশু অনাথ হয়ে পড়েছে। শেলটার হোমে কিংবা আত্মীয়দের কাছে বেড়ে উঠছে তারা। যুদ্ধে আহত অন্তঃসত্ত্বা একাধিক মহিলা প্রসবের পর প্রাণ হারিয়েছেন। সেই সব শিশুরা অনাথ হয়েই জন্মেছে গাজ়ায়।
- Related topics -
- আন্তর্জাতিক
- যুদ্ধ
- ইরান
- ইজরায়েল
- শিশু

