Shalimar Station । ব্যাগভর্তি টাকার পাহাড়, শালিমার স্টেশনে যাত্রীর কান্ড দেখে চক্ষু চড়কগাছ পুলিশের
Sunday, December 22 2024, 2:10 pm
Key Highlights
শালিমার স্টেশনে এবার মিলল টাকার পাহাড়। এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৮ লক্ষ টাকা।
শালিমার স্টেশনে পাটনা শালিমার দুরন্ত এক্সপ্রেসের এক যাত্রীর ব্যাগ থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম বিনয় কুমার। তাঁর বাড়ি হাওড়ার পিকে ব্যানার্জি রোডে। আজ পাটনা শালিমার দুরন্ত এক্সপ্রেস করে শালিমার স্টেশনে পৌঁছয় বিনয়। তাঁর পর ৩নং প্লাটফর্ম থেকে নেমে জোরে হাঁটা লাগায়। তা দেখেই সন্দেহ হয় জিআরপির। তাঁকে আটক করে ব্যাগ সার্চ করতেই চক্ষু চড়কগাছ পুলিশের। তাঁর ব্যাগ থেকে ১৭ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার হয়েছে।
- Related topics -
- দেশ
- শালিমার স্টেশন
- টাকা উদ্ধার
- কালো টাকা