Abhishek Banerjee | ‘আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে’, বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক!

২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘বাংলায় জিততে না পেরে, বাঙালি দেখলে গাত্রদাহ হয় বিজেপির’। এরপরই চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেন, ২০২৬ এ এই বিজেপিকে দিয়েই ‘জয় বাংলা’ বলানো হবে। এমনকী ২৬ এর পরে বিজেপিকে গণতান্ত্রিক ভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠানোরও কথাও বলেন অভিষেক। একই সঙ্গে অভিষেকের হুঁশিয়ারি, ‘২০২১ এর আগে বলেছিলাম খেলা হবে, এ বার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে।’