Abhishek Nayar | কলকাতা শিবিরে কামব্যাক অভিষেক নায়ারের, জানালো নাইট কতৃপক্ষ!

শনিবারের বারবেলায় কলকাতা নাইট রাইডার্সের সোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দেওয়া হল, অভিষেক নায়ার কেকেআরে ফিরছেন।
সব জল্পনার অবসান। অবশেষে কলকাতা নাইট রাইডার্সে ফিরলেন অভিষেক নায়ার। ফিরলেন নাইটদের সহকারী কোচ হিসাবে। উল্লেখ্য, ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে অপসারিত হওয়ার সঙ্গে সঙ্গে কেকেআরের তরফে অভিষেকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ভারতীয় দলেও তিনি সহকারী কোচের দ্বায়িত্বে ছিলেন। এবার কেকেআরে গৌতম গম্ভীরের সেট আপে কাজ করবেন তিনি। সোমবারই ইডেনের ডাগআউটে বসবেন তিনি। এই মরশুমের আইপিএলে কেকেআরের পারফর্মেন্স উন্নত করতে ডাগ আউটে অভিষেক নায়ারকে ফেরানো দলের ওপর ভালো প্রভাব ফেলবে, আশা বিশেষজ্ঞ মহলের।