Abhishek Banerjee | এসআইআর ইস্যুতে 'দিল্লি চলো'-র ঘোষণা অভিষেকের! বাংলাদেশি-রোহিঙ্গাদের তালিকা প্রকাশের দাবি তাঁর

কোন যুক্তিতে ১ কোটি ৩৬ লক্ষ মানুষের নাম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সে সংক্রান্ত জবাব চাইবেন ডায়মন্ড হারবার সাংসদ।
শনিবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআরে শুনানি পর্ব। আজ সন্ধ্যায় খসড়া তালিকায় নামের অসঙ্গতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাদ যাওয়া ৫৮ লক্ষ ২০ হাজারের মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা তার তালিকা প্রকাশের দাবি জানান তিনি। অভিষেক ঘোষণা করলেন, জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে ৩১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন তিনি। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করলে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক।
