সেলিব্রিটি

টুইটযুদ্ধে সামিল অক্ষয়-অভিষেক। ‘ভাল ছবি করতে সময় লাগে’, অক্ষয়ের প্রশংসায় পাল্টা জবাব অভিষেকের।

টুইটযুদ্ধে সামিল অক্ষয়-অভিষেক। ‘ভাল ছবি করতে সময় লাগে’, অক্ষয়ের প্রশংসায় পাল্টা জবাব অভিষেকের।
Key Highlights

অক্ষয়ের দ্রুত কাজ করার ক্ষমতাকে সাধুবাদ জানিয়ে টুইট করলে, অভিষেক পাল্টা জবাব দেন তাঁকে। টুইটারে সেই চিত্র প্রদর্শক লিখেছিলেন, ‘অক্ষয় যে সময়ে একটা পুরো ছবি করে ফেলেন, অন্যান্য তারকারা সেই সময় হয়তো ছোট কোনও একটি দৃশ্যে করার জন্য সেই দৃশ্য উপযোগী অভিনয় নিয়ে চর্চা করেন। তাঁদের নিজেদের জন্য আরও ভাল কিছু প্ল্যান করা উচিত।’ এই বক্তব্যে মেজাজ সামলাতে পারলেন না জুনিয়র বচ্চন। তিনি লিখলেন, ‘এই কথাটা ঠিক নয়। প্রত্যেক মানুষই নিজের মতো করে কাজ নিয়ে অনুপ্রাণিত হন।’ যাকে ঘিরে এত বিতণ্ডা, সেই অক্ষয় কুমার এখনও নিশ্চুপ।