Abhinav Sau | এয়ার রাইফেলে সোনা বাগালো বাংলার কিশোর অভিনব সাউ! উচ্ছসিত ক্রীড়ামহল
Friday, August 22 2025, 4:57 am

কাজাখস্তানে সোনা জিতল আসানসোলের কিশোর অভিনব সাউ৷ ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র পর্যায়ে ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা জয় করল সে।
কাজাখস্তানে চলছে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করছেন আসানসোলের ছেলে অভিনব সাউ। এবার ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র পর্যায়ে ব্যক্তিগত ও দলগত বিভাগে স্বর্ণপদক জিতলেন তিনি। ব্যক্তিগত বিভাগে অভিনব হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার হুন সেও লিকে। দলগত বিভাগে চিনা শুটারদের হারিয়েছেন অভিনব, সুরেশ ভানিথা ও হিমাংশুরা। এই নিয়ে আন্তর্জাতিক লেভেলে একগুচ্ছ পদক জিতেছেন অভিনব। তাঁর সাফল্যে উচ্ছসিত পরিবার। নিজের এক্স হ্যান্ডলে অভিনবকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- Related topics -
- খেলাধুলা
- স্বর্ণ পদক
- অন্য খেলা
- আসানসোল
- দেশ
- এশিয়ান চ্যাম্পিয়নস
- রাজ্য