Adani | রফতানির কাজে বাড়বে প্রভাব! অ্যাবট পয়েন্ট পোর্ট হোল্ডিংস প্রাইভেট লিমিটেড অধিগ্রহণ করলো আদানির সংস্থা
Friday, April 18 2025, 3:35 pm
Key Highlightsঅ্যাবট পয়েন্ট পোর্ট হোল্ডিংস প্রাইভেট লিমিটেড অধিগ্রহণ করলো আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড।
সিঙ্গাপুরের কারমাইকেল রেল অ্যান্ড পোর্ট হোল্ডিংস প্রাইভেট লিমিটেডের থেকে অ্যাবট পয়েন্ট পোর্ট হোল্ডিংস প্রাইভেট লিমিটেড অধিগ্রহণ করলো আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড। এই টার্মিনাল মূলত রফতানির কাজেই ব্যবহৃত হয়। পাশাপাশি উত্তর কুইন্সল্যান্ড এক্সপোর্ট টার্মিনালও পরিচালনা করে। টার্মিনালটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে উত্তর কুইন্সল্যান্ডের বন্দর অ্যাবট পয়েন্টে রয়েছে।বার্ষিক বহন ক্ষমতা ৫০ মিলিয়ন টন। APSEZ জানিয়েছে, তাঁদের পক্ষ থেকে CRPSHPLকে ১৪.৩৮ কোটি ইক্যুইটি শেয়ার ইস্যু করা হচ্ছে।
- Related topics -
- দেশ
- ভারত
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- আদানি

