বিনোদন

Aamir Khan | “..গৌরীকে বিয়ে করে ফেলেছি”! তৃতীয়বার বিয়ের সারলেন আমির খান?

Aamir Khan |  “..গৌরীকে বিয়ে করে ফেলেছি”! তৃতীয়বার বিয়ের সারলেন আমির খান?
Key Highlights

আমির বলেন, “আমরা একসঙ্গে রয়েছি। একে অপরের বিষয়ে ভীষণই সিরিয়াস। আসলে আমি মনে মনে গৌরীকে বিয়ে করে ফেলেছি।”

তৃতীয় বিয়ে সারলেন আমির খান? কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর পরই গৌরী স্প্র্যাটের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন বলি অভিনেতা। এবার প্রেমিকা গৌরীকে বিয়ে করা নিয়ে বড় মন্তব্য করলেন আমির। অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল, 'কবে বিয়ের পিঁড়িতে বসছেন?' প্রত্যুত্তরে আমির বলেন, “আমরা একসঙ্গে রয়েছি। একে অপরের বিষয়ে ভীষণই সিরিয়াস। আসলে আমি মনে মনে গৌরীকে বিয়ে করে ফেলেছি। এবার কবে সেটা আনুষ্ঠানিকভাবে হবে, আদৌ হবে কিনা সেটা সময়ের উপর নির্ভর করছে। আমাদের সম্পর্কটা এগোনোর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেব।”