Aadhaar Card | থাকবে না নাগরিকদের নাম-ঠিকানা, বদলে যাচ্ছে আধার কার্ডের ডিজাইন!
Wednesday, November 19 2025, 12:19 pm
Key Highlightsআধার কার্ডে আর থাকবে না নাগরিকদের ব্যক্তিগত তথ্য। বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন।
আধার কার্ডে আর থাকবে না নাগরিকদের ব্যক্তিগত তথ্য। বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন। সব ঠিক থাকলে UIDAI ডিসেম্বরের শেষেই নতুন আধার কার্ড আনবে বলে জানিয়েছেন সংস্থার সিইও ভুপেশ কুমার। UIDAI সূত্রের খবর, আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম, ঠিকানা, ব্যক্তিগত তথ্য থাকবে না। থাকবে শুধু ছবি এবং একটি QR কোড, যেখানে লুকনো থাকবে নাগরিকের যাবতীয় তথ্য। তবে ওই QR কোড স্ক্যান করার জন্য আবার ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ। আধার কার্ডের মাধ্যমে তথ্যচুরি রুখতে এই সিদ্ধান্ত। যদিও পুরোটাই এখনও ভাবনার স্তরে।
- Related topics -
- দেশ
- ভারত
- আধার কার্ড
- ভারতীয় আধার কার্ড
- ইউআইডিএআই

