Aadhaar App | মুখ স্ক্যান করলেই বেরিয়ে আসবে তথ্য! শীঘ্রই চালু হবে আধার কার্ডের অ্যাপ !
Wednesday, April 9 2025, 10:27 am

জাতীয় রাজধানীতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আনুষ্ঠানিকভাবে চালু করেন আধারের এই অ্যাপটি।
আর বয়ে নিয়ে বেড়াতে হবে না আধার কার্ডের হার্ড কপি। শীঘ্রই চালু হতে চলেছে আধার কার্ডের নতুন স্মার্ট ফেস অথেনটিকেশন ফিচার। জাতীয় রাজধানীতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আনুষ্ঠানিকভাবে চালু করেন আধারের অ্যাপটি। এর দ্বারা গ্রাহকের স্মার্টফোনের সাহায্যে মুখ স্ক্যান করলেই বেরিয়ে আসবে ব্যক্তির ‘আধার ডিটেইলস’। নিরাপদ থাকবে ব্যক্তিগত তথ্য। তবে বর্তমানে আধার কার্ডের ফেস অথেনটিকেশন ফিচারটি বিটা টেস্টিং ভার্সনে পাওয়া যাচ্ছে। ফলে কিছুটা অপেক্ষা করতে হবে এই অ্যাপের জন্য।
- Related topics -
- দেশ
- ভারত
- আধার কার্ড
- ভারতীয় আধার কার্ড
- অশ্বিনী বৈষ্ণব