Alipurduar । ভরসন্ধ্যায় কিশোরকে লক্ষ্য করে চললো গুলি, আলিপুরদুয়ারে গণপিটুনিতে মৃত্যু বাইকসওয়ার বন্দুকবাজের

Wednesday, December 18 2024, 5:24 am
highlightKey Highlights

আলিপুরদুয়ার শহরে বাইক সওয়ার বন্দুকবাজ যুবকের গুলিতে এক মহিলার মৃত্যু হল। গুলিবিদ্ধ হলেন আরও এক কিশোর।


ভরসন্ধ্যায় আলিপুরদুয়ারে বাইক সওয়ারের গুলিতে মৃত্যু হলো এক মহিলার, গুলিবিদ্ধ আরো ১। মঙ্গলবার রাত ৮টা নাগাদ আলিপুরদুয়ারের ১৩নম্বর ওয়ার্ডের সমাজপাড়া এলাকায় এক যুবক বাইক চালিয়ে এসে এক বৃদ্ধা মহিলার মাথা তাক করে গুলি চালায়। সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পরেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় বাসিন্দারা যুবককে ধাওয়া করলে সে আবার গুলি চালায়, গুলিবিদ্ধ হয় নবম শ্রেনীর এক কিশোর। এরপরই গুলি ছোড়া যুবকটিকে ধরে গণপিটুনি দেয় জনতা। তড়িঘড়ি হস্তক্ষেপ করে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File