World Athletics Continental Tour | বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আগেই ভারতে বিশ্ব অ্যাথলেটিক্সের কন্টিনেন্টাল টুর
Monday, December 16 2024, 3:12 pm
Key Highlights
আগামী বছর ১০ আগস্ট ভুবনেশ্বরে হতে চলেছে বিশ্ব অ্যাথলেটিক্সের একটি কন্টিনেন্টাল টুর ইভেন্ট।
ভারতে অন্তত দু’দশক পর আয়োজিত হতে চলেছে গ্লোবাল অ্যাথলেটিক্স মিট। আগামী বছর ১০ আগস্ট ভুবনেশ্বরে হতে চলেছে বিশ্ব অ্যাথলেটিক্সের একটি কন্টিনেন্টাল টুর ইভেন্ট, যা ব্রোঞ্জ পর্যায়ের আন্তর্জাতিক প্রতিযোগিতা। এই টুর বিশ্ব অ্যাথলেটিক্সের অধীনে হওয়া প্রতিযোগিতা যেখানে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বিভিন্ন ইভেন্ট হয়। ডায়মন্ড লিগের ঠিক পরই এর স্থান। AFI সভাপতি আদিল সুমারিওয়ালা বলেন, “সেপ্টেম্বরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হবে। তার আগে এই মিট ভারতীয় অ্যাথলিটদের কাছে দেশের মাটিতে নিজেদের মেলে ধরার সেরা সুযোগ।”