রাজ্য

Digha-Jagannath Temple | দিঘার ঘাটে ভেসে এলেন স্বয়ং জগন্নাথ! মন্দির উদ্বোধনের আগেই পড়লো শোরগোল

Digha-Jagannath Temple | দিঘার ঘাটে ভেসে এলেন স্বয়ং জগন্নাথ! মন্দির উদ্বোধনের আগেই পড়লো শোরগোল
Key Highlights

রবিবার বিকালে দিঘার মাইতি ঘাটের কাছে উদ্ধার হয়েছে জগন্নাথ দেবের একটি কাঠের মূর্তি। যা ঘিরে শোরগোল পড়েছে এলাকায়।

আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দির। পুরোদমে চলছে তোড়জোড়। তৈরী পুলিশ প্রশাসন থেকে ভক্তবৃন্দ। এরই মধ্যে ঘটলো অত্যাশ্চর্য কান্ড। রবিবার বিকালে দিঘার মাইতি ঘাটের কাছে জগন্নাথ দেবের একটি কাঠের মূর্তি উদ্ধার হলো। স্থানীয় সূত্রে খবর, এদিন বিকালে মাইতি ঘাটের পাশে একটি ঘাট নির্মাণের কাজ করছিলেন শ্রমিকেরা। হঠাৎ তারা দেখেন মাইতি ঘাটের তটে ভেসে এসেছে একটি কাঠের জগন্নাথ মূর্তি। উদ্বোধনের আগে এই ঘটনা শুভলক্ষণ বলেই মানছেন ভক্তরা।