যোগীরাজ্যে গণধর্ষণ করে ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার নাবালক সহ ৬ জন
Sunday, January 31 2021, 12:48 pm
Key Highlightsউত্তর প্রদেশের বাদাউনের এক মহিলাকে গণধর্ষণ করার সময় ভিডিয়ো রেকর্ডিং করা হয় বলে অভিযোগ। ঘটনাটি প্রায় মাস চারেক আগের। কিন্তু সম্প্রতি সেই গণধর্ষণের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ঘটনা সামনে আসে। পুলিশের জালে ধরা পড়ে ৬ অভিযুক্ত। এদের মধ্যে কয়েক জনের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। ওই মহিলা তথাকথিত দলিত বলে জানা গিয়েছে। গত বছর অক্টোবরে ৫ নাবালক বছর তিরিশের এক মহিলাকে বাদাউনের একটি ক্ষেতে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণ করার সময় ষষ্ঠ অভিযুক্ত গোটা ঘটনা ক্যামেরাবন্দি করে রাখে বলে মনে করা হচ্ছে। সম্ভবত ভিডিয়োগুলি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই মহিলার মুখ বন্ধ করে রাখে অভিযুক্তরা।