দেশ

Meghalaya Murder Case | প্রকাশ্যে মেঘালয় হানিমুন হত্যাকাণ্ড ঘটনার কয়েকঘণ্টা আগের ভিডিও!

Meghalaya Murder Case | প্রকাশ্যে মেঘালয় হানিমুন হত্যাকাণ্ড ঘটনার কয়েকঘণ্টা আগের ভিডিও!
Key Highlights

এক পর্যটকের রেকর্ড করা ভিডিওতে রাজা ও সোনম রঘুবংশীকে পাহাড়ি রাস্তায় ট্রেক করতে দেখা যায়!

প্রকাশ্যে এল মেঘালয় হানিমুন হত্যাকাণ্ডের ঘটনার কয়েকঘণ্টা আগের ভিডিও! এক পর্যটকের রেকর্ড করা ভিডিওতে রাজা ও সোনম রঘুবংশীকে পাহাড়ি রাস্তায় ট্রেক করতে দেখা যায়! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। পুলিশ জানিয়েছে, যে পর্যটক ভিডিওটি করেছেন তিনি আর পাঁচজন পর্যটকের মতো ওই এলাকার ছবি তুলছিলেন। ঘটনাচক্রে সেই ভিডিওতে ধরা পরে যান রাজা ও সোনম। মেঘালয় পুলিশের দাবি, ওই ফুটেজই সম্ভবত রাজা রঘুবংশী ও তাঁর স্ত্রীর একসঙ্গে থাকার শেষ ফুটেজ। অনুমান, ওই ভিডিয়ো ক্যামেরাবন্দি হওয়ার কিছুক্ষণ পরেই রাজাকে খুন করা হয়।