টিএমসি কর্মীকে শুটআউট করে খুন দুষ্কৃতীদের।

Tuesday, December 8 2020, 7:32 am
highlightKey Highlights

নদীয়া জেলার গয়েশপুর এলাকার বাসিন্দা বাপ্পা সরকার ছিলেন তৃণমূলের এক সক্রিয় কর্মী। সুকান্তনগর এলাকায় তাঁর একটি চায়ের দোকান ছিল। সোমবার রাতে তিনি নিজের দোকানের সামনে কিছুজনের সাথে কথা বলার সময় তাঁকে খুব কাছ থেকে বুকে নৃশংসভাবে গুলি করা হয়, ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তাঁর। তৃণমূলের দাবি, সেদিন সকালে বিজেপি কর্মীদের সাথে লিফলেট বিলি করা নিয়ে তাঁর বচসা হয়, তাই এইভাবে তাঁরা প্রতিশোধ নিয়েছে। যদিওবা, গেরুয়া শিবির তা মেনে নেয়নি, বরং তাদের দাবি TMC-এর গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File