Tigress । বাঘিনী রিটার্ন'স? জিনাত ঘরে ফিরতেই ঝাড়খণ্ডে চোখ রাঙাচ্ছে রয়েল বেঙ্গল টাইগ্রেস
Friday, January 3 2025, 4:21 am
Key Highlights
বাংলা সংলগ্ন সরাইকেলা-খরসোওয়া জেলার তুল গ্রামের বালিডি জঙ্গলে একটি বাঘিনী দেখা গেছে বলে দাবি করছেন এলাকাবাসীরা।
সদ্য ওড়িশার জঙ্গলে ফিরেছে জিনাত। এরই মধ্যে আবার বাঘিনী আতঙ্ক!স্থানীয় সূত্রের খবর, বাংলা সংলগ্ন সরাইকেলা-খরসোওয়া জেলার তুল গ্রামের বালিডি জঙ্গলে একটি বাঘিনী দেখা গেছে বলে দাবি করছেন এলাকাবাসীরা। একজন স্থানীয় জানান , মঙ্গলবার সকালে সে জঙ্গলে দুটি গরুর উপর বাঘিনীকে আক্রমণ করতে দেখেছে। ঘটনাস্থলে বাঘিনীর পায়ের ছাপও পাওয়া গিয়েছে। পায়ের ছাপ ও শিকারের ধরন দেখে রয়েল বেঙ্গল টাইগ্রেসের হওয়ার সম্ভাবনা বেশি। ইতিমধ্যে ট্র্যাপ ক্যামেরা বসিয়ে নজরদারি শুরু করেছে বন দফতর।
- Related topics -
- দেশ
- ঝাড়খন্ড
- বনদপ্তর
- বাঘ
- রয়্যাল বেঙ্গল টাইগার