Fake Passport Case । জাল পাসপোর্ট কাণ্ডে অশোকনগর থেকে গ্রেপ্তার কলকাতা পুলিশের এক সাব ইন্সপেক্টর
জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে এবার গ্রেপ্তার কলকাতা পুলিশের এক সাব ইন্সপেক্টর।
রাজ্যে দফায় দফায় গ্রেপ্তার হচ্ছে জাল পাসপোর্ট কাণ্ডের চাঁইরা। এবার অশোকনগর থেকে গ্রেফতার হলেন কলকাতা পুলিশের এক রিটায়ার্ড সাব ইন্সপেক্টর। ধৃতের নাম, আব্দুল হাই। তিনি অশোকনগর থানার কামারপুর খালধার পাড় এলাকার বাসিন্দা। কর্মজীবনের শেষ তিন বছর আব্দুল পাসপোর্ট ভেরিফিকেশন বিভাগে কাজ করতেন। চক্রের মূল মাথা মনোজ গুপ্তাকে জেরা করেই আব্দুলের নাম উঠে এসেছিলো। শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। যদিও পরিবারের লোকেদের দাবি আব্দুল সৎ। তাঁকে ফাঁসানো হয়েছে।
- Related topics -
- রাজ্য
- ভারতীয় পাসপোর্ট
- পাসপোর্ট
- গ্রেফতার
- জালিয়াতি
- অশোকনগর
- কলকাতা পুলিশ