Hyderabad | মার্কিন প্রেসিডেন্টের নামে ‘ডোনাল্ড ট্রাম্প এভিনিউ’ তৈরী হচ্ছে ভারতে!
Sunday, December 7 2025, 5:00 pm
Key Highlightsযে হায়দরাবাদের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির নামকরণ হবে বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শ মেনে। বাস্তবেই সেই পথে হাঁটলেন রেবন্ত।
সম্প্রতি তেলঙ্গানা সরকার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মতো অন্য বিশিষ্ট ব্যক্তি এবং আন্তর্জাতিক সংগঠনের সম্মান ও স্বীকৃতিতে কিছু রাস্তা উৎসর্গ করা হবে। চলতি বছরের শুরুতে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই ঘোষণা করেন। জানা গিয়েছে, তেলেঙ্গনার রাজধানী হায়দরাবাদে মার্কিন দূতাবাসের সামনের রাস্তাটির নামকরণ করা হবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে (ডোনাল্ড ট্রাম্প এভিনিউ)। হায়দরাবাদের অন্য একটি গুরুত্বপূর্ণ রাস্তা রিডিয়াল রিং রোডের নাম হবে পদ্মশ্রী রতন টাটার নামে।
- Related topics -
- দেশ
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প
- তেলেঙ্গানা
- রতন টাটা
- হায়দ্রাবাদ

