Great Indian Bustard | বিরল প্রজাতির পাখির নাম দেওয়া হলো ‘সিঁদুর’-‘সোফিয়া’ এবং ‘ব্যোম’!
Sunday, June 8 2025, 3:30 pm
Key Highlightsমে মাসে জন্ম হয়েছে এই পক্ষীশাবকদের। ৮টি শাবকের মধ্যে ৪টির নাম দেওয়া হয়েছে ‘সিঁদুর’।
গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড নাম এক বিশেষ প্রজাতির পাখি বিলুপ্তির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। রাজস্থানের জয়সলমীরে ৮টি ছানার জন্ম দিয়েছে একটি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। ৫ জুন তাদের নামকরণ করেছে বনদপ্তর। দুটি ছানার নাম রাখা হয়েছে ‘সোফিয়া’ এবং ‘ব্যোম’। অন্য একটি ছানার নাম দেওয়া হয়েছে ‘মিস্রি’। একটি ছানার নাম দেওয়া হয়েছে ‘অ্যাটম’। বাকি ৪টির নাম দেওয়া হয়েছে ‘সিঁদুর’। আসলে মে মাসে জন্ম হওয়ায় ‘অপারেশন সিঁদুর’ অভিযানের কথা স্মরণে রেখেই এই নাম দেওয়া হয়েছে তাঁদের।

