Lachen Snowfall | সাদা বরফে ঢাকলো সিকিমের ছোট্ট শহর, বছরের প্রথম তুষারপাত লাচেনে!

Wednesday, January 8 2025, 7:42 am
highlightKey Highlights

। মঙ্গলবার রাত থেকেই তুষারপাত শুরু হয় উত্তর সিকিমের লাচেনে। বছরের প্রথম তুষারপাত দেখে খুশি পর্যটকরাও।


বছরের প্রথম তুষারপাত হলো সিকিমের লাচেনে। মঙ্গলবার রাত থেকেই তুষারপাত শুরু হয় উত্তর সিকিমের লাচেনে। বছরের প্রথম তুষারপাত দেখে খুশি পর্যটকরাও। আগে থেকেই সিকিমে ব্যাপক তুষারপাতের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও উত্তর ভারত সহ উত্তরবঙ্গে তাপমাত্রা কমতে থাকে। তার ফলেই এই তুষারপাত। বুধবারও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশার দাপট অনেকটাই কমবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File