Chhattisgarh | ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন! অভিযুক্ত নির্যাতিতা শিশুর কাকা!

Tuesday, April 8 2025, 5:52 am
highlightKey Highlights

ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠলো তারই কাকার বিরুদ্ধে।


ছত্তিসগড়ের দুর্গ জেলায় ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠলো তারই কাকার বিরুদ্ধে। জানা গিয়েছে, গত ৫ এপ্রিল শিশুটির ঠাকুমার বাড়িতে নবরাত্রি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শিশুটি তার পরিবারের সঙ্গে সেখানে গিয়েছিল। কিন্তু তার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মৃত অবস্থায় প্রতিবেশীর গাড়ির ডিকি থেকে উদ্ধার করা হয় শিশুর দেহ। পুলিশ জানিয়েছে, শিশুটিকে বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করে খুন করে শিশুটিরই কাকা। নির্যাতিতা শিশুটির গায়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File