Oman । মাঝ সমুদ্রে উলটে গেল তেলের ট্যাঙ্কার ভর্তি জাহাজ! নিখোঁজ ১৩ ভারতীয়-সহ মোট ১৬ নাবিক!

Wednesday, July 17 2024, 6:06 am
Oman । মাঝ সমুদ্রে উলটে গেল তেলের ট্যাঙ্কার ভর্তি জাহাজ! নিখোঁজ ১৩ ভারতীয়-সহ মোট ১৬ নাবিক!
highlightKey Highlights

ওমানে মাঝ সমুদ্রে উলটে গেল তেলের ট্যাঙ্কার ভর্তি জাহাজ। মাঝ সমুদ্র থেকে নিখোঁজ ১৩ ভারতীয়-সহ মোট ১৬ নাবিক।


ওমানে মাঝ সমুদ্রে উলটে গেল তেলের ট্যাঙ্কার ভর্তি জাহাজ। মাঝ সমুদ্র থেকে নিখোঁজ ১৩ ভারতীয়-সহ মোট ১৬ নাবিক। সোমবার ওমানের উপকূলে একটি অয়েল ট্যাঙ্কার বহনকারী জাহাজ ডুবে যায়। ওই জাহাজে ১৩ ভারতীয় সহ মোট ১৬ জন ক্রু ছিলেন। প্রেস্টিজ ফ্যালকন নামক ওই জাহাজ থেকে নিখোঁজ হয়ে যাওয়া ক্রু সদস্যদের এখনও খোঁজ মোলেনি। তবে ওমান প্রশাসনের তরফে তল্লাশি জারি রাখা হয়েছে। জানা গিয়েছে, ইয়েমেনের আডেন বন্দরে যাচ্ছিল ওই অয়েল ট্যাঙ্কার বোঝাই জাহাজটি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File