Ukraine | রুশ মিসাইলের হামলায় কিয়েভে ধ্বংস ভারতীয় ফার্মা কোম্পানির গুদামঘর!

রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রে ইউক্রেনে ধ্বংস হয়ে গেল ভারতীয় সংস্থার ওষুধের গুদামঘর।
রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে এবার বড় ক্ষতির মুখে ভারত। ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাসের তরফে জানানো হয়েছে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় সংস্থার ওষুধের গুদামঘরে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস হামলার পর ক্ষতিগ্রস্ত গুদামঘরের এক ছবি প্রকাশ্যে এনেছেন। ছবিতে দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্র হামলায় ভেঙে গুড়িয়ে গিয়েছে সংস্থাটি। ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। ওই গুদামঘরে বয়স্ক এবং শিশুদের জন্য প্রয়োজনীয় ওষুধ তৈরী হতো। এই হামলা ইচ্ছাকৃত বলে দাবি করেছে ইউক্রেন।