ভোটের দাবিতে ভবানীপুরে এ বার কলকাতা হাই কোর্টে দায়ে করা হয়েছে জনস্বার্থ মামলা
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlightsভবানীপুর-সহ রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রে ভোটের ঘোষণা না হওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হচ্ছে। কেবলমাত্র নির্বাচন কমিশনই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এমনকি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও এই মামলায় ‘পক্ষ’ হিসেবে যুক্ত করা হতে পারে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আইনজীবী রমাপ্রসাদ সরকারের দায়ের করা মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহেই । বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর প্রায় চার মাস অতিবাহিত হওয়ার পরও রাজ্যের দু’টি কেন্দ্রে নির্বাচন এবং পাঁচটি কেন্দ্রে উপনির্বাচনের কোনও রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না।
- Related topics -
- কলকাতা হাইকোর্ট
- নির্বাচন কমিশন
- রাজ্য

